আদিবাসী গ্রামে রাত কাটালেন বিধায়ক

0
50

সুদীপ পাল, বর্ধমান

দুর্গাপুর ফরিদপুর ব্লকের আদিবাসী গ্রামে রাত কাটালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আদিবাসীদের সমস্ত অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। ‘দিদিকে বলো’ কর্মসূচির ষষ্ঠতম জনসংযোগ যাত্রায় তিনি অংশ নিয়েছেন। গ্রামের মানুষের সঙ্গে বসে স্থানীয় বাসিন্দাদের কথা শোনেন তিনি।

mla spending night in Aboriginal village Aboriginal village | newsfront.co
নিজস্ব চিত্র

সন্ধ্যায় চপ মুড়ি খেতে খেতে সেখানে বসেই ছোটখাটো সমস্যার সমাধান করে দিলেন বিধায়ক। আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের উন্নয়নমূলক কাজ হচ্ছে। সবাই যাতে প্রকল্পের সুবিধা পান তা দেখা হচ্ছে। কোনও সমস্যা বা পরামর্শ থাকলে নিঃসংকোচে তাঁকে জানানোর জন্য তিনি আবেদন করেন।

বিধায়কের কথা শুনে সমস্যার কথা তুলে ধরেন এলাকার মানুষ। বিধায়কের অভিজ্ঞতা, আদিবাসীরা তাঁদের সমস্যার কথা বলতে পারেন না। একবার দু’বার বলে যদি সমস্যার সমাধান না হয় লজ্জার খাতিরে আর তাঁরা বলবেন না। কিন্তু তাঁদের সঙ্গে মিশে সমস্যার সমাধান করতে হবে—একথামনে হয়েছে তাঁর।

আরও পড়ুনঃ তালের বীজ থেকে কচ্ছপ তৈরি করে নজির গড়ল স্বনির্ভর গোষ্ঠী

রাতে শিবনাথ টুডু নামে স্থানীয় বাসিন্দার বাড়িতে রাতে আহার করেন তিনি। আদিবাসীদের সঙ্গে কুশল বিনিময় করে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বিধায়ক আরও জোর দেন।

তিনি বলেন, প্রকল্পের সুবিধা যাতে সাধারণ স্তরে পৌঁছায় তা দেখা এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। যে সমস্যার কথা আদিবাসীরা তুলে ধরেছেন তা সমস্যা সমাধানের আশ্বাস বিধায়ক দিয়েছেন। এখন দেখার কত দ্রুত সমস্যাগুলির সমাধান হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here