নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বহু আগে থেকেই রাজ্যে বৃষ্টির বার্তা দেওয়ার পাশাপাশি একাধিক জেলাকে সতর্ক করে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যবাসী সতর্ক হলেও কালবৈশাখীর দাপট এতটাই ছিল যে, মঙ্গলবারের ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তৃর্ণ এলাকা।আর বুধবার সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাড়ি পরিদর্শন করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
এর পাশাপাশি এদিন গোয়ালতোড় এলাকার বেশ কিছু ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন এবং সেই পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও তাদের ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেন বিধায়ক। আর আগামী দিনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তাও দেন তিনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584