বাড়ছে আরও ট্রেন, মান্থলি-সিজন টিকিটের মেয়াদও বাড়িয়ে দেবে রেল!

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দীর্ঘ সাড়ে ৭ মাস পর বুধবার থেকে পশ্চিমবঙ্গে ফের চাকা গড়াচ্ছে লোকাল ট্রেনের। আর ট্রেন চালু হলেই সাধারণ মানুষের ভিড় বাড়বে, এমন আশঙ্কা করে এমনিতেই ২৫ শতাংশ ট্রেন নিয়ে পরিষেবা শুরুর কথা জানিয়েছিল রেল কর্তৃপক্ষ।

Indian railway | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু যাত্রীদের সংখ্যা চিন্তা করে রেলের তরফে জানানো হয়েছে, ভিড় সামলাতে আপাতত পুরনো সময়সূচির ৪৫ শতাংশ ট্রেন চালানো হবে। লকডাউনের আগে শিয়ালদা থেকে বিভিন্ন শাখায় চলত ৯১৫ টি লোকাল ট্রেন। শুরুতে ৪৫০ টি ট্রেন বিভিন্ন শাখায় চালানো হবে।

এছাড়াও ট্রেন বন্ধ হওয়ার সময় যে যাত্রীদের মান্থলি বা সিজন টিকিট কাটা ছিল, তাঁদের অনেকেরই এই কয়েক মাসের মধ্যে টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ তাদের জন্য রেল জানিয়েছে, ট্রেন বন্ধ থাকার সময় যে যাত্রীদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁদের সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে৷ অর্থাৎ পুরনো সিজন টিকিটেই আপাতত ট্রেনে চড়তে পারবেন যাত্রীরা৷

আরও পড়ুনঃ বাংলায় ক্ষমতায় এলে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে হেঁয়ালি অমিতের

যে যাত্রীদের যত দিন টিকিটের মেয়াদ বাকি ছিল, তাঁদের ততদিন সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে৷ এক মাস, তিন মাস বা ছ’ মাসের মেয়াদেরও টিকিট একবারে কেটে রাখেন লোকাল ট্রেনের বহু যাত্রী৷ সেই অনুযায়ী নতুন চালু হওয়ার দিন থেকে দিন বেড়ে যাবে।

যাত্রীদের সুবিধার্থে আগামী সোমবার সকাল ৮টা থেকেই রেলের টিকিট কাউন্টারগুলিতে এই সিজন টিকিটের মেয়াদ বৃদ্ধির কাজ করা হবে৷

রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ও হাওড়া থেকে ভোর ৫.৫০ থেকে মিলবে ট্রেন পরিষেবা। অফিস টাইমে চলবে বেশি ট্রেন। রাত ১০টার পরেও পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুনঃ পেঁয়াজ মজুতের সীমা নির্দিষ্ট করে দিল নবান্ন

ওদিকে লোকাল ট্রেন চালুর সঙ্গেই পরিষেবা বাড়ানোর ঘোষণা করেছে মেট্রো। নোয়াপাড়া – কবি সুভাষ মেট্রোয় বুধবার থেকে দিনে ১৯০টি ট্রেন মিলবে। ৭ মিনিট অন্তর মিলবে ট্রেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন, ট্রেনে এবং স্টেশনে ভিড় কমাতে যত বেশি সম্ভব লোকাল ট্রেন চালানো হোক৷ যাতে যাত্রীদের মধ্যে যতদূর সম্ভব দূরত্ব বিধি বজায় রাখা সম্ভব হয়৷ বাস্তবে রাজ্যের সেই পরামর্শই মেনে নিল রেল৷ ট্রেন না বাড়ালে যে বিপুল যাত্রীচাপ সামাল দেওয়া অসম্ভব, তা বুঝতে পারছেন রেল কর্তারাও৷

এক নজরে ট্রেনের নির্ধারিত সময়সূচী:

মেদিনীপুর থেকে হাওড়া –সকাল 4:05, 5:42, 6:10, 6:35, 7:45, 11:00, 11:43, বেলা 1:00, 2:25, 3:30, বিকেল 5:55, 7:15

হাওড়া থেকে মেদিনীপুর– সকাল 2:40, 4:25, 6:30, 8:00, 8:48, 9:40, 10:25 দুপুর 1:30 বিকেল 4:00, 5:20, 6:35, 7:38, 8:15

খড়গপুর থেকে হাওড়া– সকাল 3:00, 3:50, 5:25, 7:40, দুপুর 2:15

হাওড়া থেকে খড়গপুর – সকাল 3:25, 7:15, বিকেল 4:30, 8:48

পাঁশকুড়া থেকে হাওড়া– সকাল 3:05, 4:32, 6:25, 8:50, 11:32, দুপুর 2:02, বিকেল 4:40, 8:18

হাওড়া থেকে পাঁশকুড়া–সকাল 6:43, 9:05, 10:12, 11:15, বেলা 2:40, বিকেল 3:45, 5:35, 7:05

মেছেদা থেকে হাওড়া– সকাল 4:20, 6:15, বেলা 1:25

হাওড়া থেকে মেছেদা–বিকেল 5:50, 6:55

আমতা থেকে হাওড়া –সকাল 7:00, 8:05, বিকেল 5:20, 6:45

হাওড়া থেকে আমতা–সকাল 6:05, 8:40, বিকেল 4:40, 7:15

হলদিয়া থেকে হাওড়া –সকাল 6:05, বিকেল 5:15

হাওড়া থেকে হলদিয়া– সকাল 6:15, সন্ধ্যা 6:00

দিঘা-পাঁশকুড়া-সাঁতরাগাছি – 5:45

সাঁতরাগাছি-পাঁশকুড়া-দিঘা– 6:15

এছাড়াও দিঘা-মেছেদা – সকাল 11:15 ও

মেছেদা-সাঁতরাগাছি- বেলা 2:12 ট্রেন দুটিও চলবে।

সূত্র: দক্ষিণ পূর্ব রেল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here