বৃদ্ধাশ্রমে পাঠাতে চাওয়ায় ছেলেকে গুলি করে হত্যা মায়ের

0
485

ওয়েবডেস্কঃ

বয়সকালে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাওয়ায় ছেলেকে গুলি করে হত্যা করলেন ৯২ বছরের মা।এনবিসি নিউজ ডট কম সূত্রে জানাগেছে তার ছেলের মৃতদেহ উদ্ধার করা হয় গত সোমবার। বৃদ্ধা আন্না ব্লেসিংস গত ছ’বছর ধরে তার ছেলে ও ছেলের বান্ধবীর সঙ্গে বসবাস করছিলেন। কিন্তু ছেলের সঙ্গে বেশ কিছু দিন থেকেই বচসা হচ্ছিল।তার ছেলে তাকে অ্যাসিস্টেড লিভিং হাউস অর্থাৎ বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছিল। কিন্তু মা এই প্রস্তাবে   রাজি ছিলেন না। মা ছেলের এহেন প্রস্তাবে মর্মাহত হন। তাই শেষমেষ ছেলেকে গুলি করে হত্যা করেন। পুলিশ তদন্তে উঠে আসে মায়ের করুণ আর্তনাদ- “You took my life, so I’m taking yours,” অর্থাৎ “তুমি আমার জীবন নিয়েছো, তাই আমি নিচ্ছি তোমার।”

আন্না ব্লেসিংস  (ছবি:-এনবিসি নিউজ ডট কম)

মা যেন পুলিশ ও আদালতের সামনে এটাই বলতে চাইলেন, ‘তোমার পিছনে আমি আমার জীবনের সর্বস্ব দিয়েছি, আমি এখন বৃদ্ধা বলে আমাকে দূরে সরিয়ে দেবে? সেটা আমি মেনে নেব না ! ‘

আরিজনার ফাউন্টেন হিলের  সেই বৃদ্ধাকে গ্ৰেফতার করে আদালতে তোলার পর এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here