নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তিন দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসানে। কেশপুর কেশপুর ড্রিম এডুকেশন সোসাইটি ও সুইট ড্রিম চিল্ড্রেন পয়েন্টের যৌথ উদ্যোগে মুগবসান ফুটবল মাঠে গত তিনদিন ধরে দৃষ্টিহীনদের ক্রিকেট প্রতিযোগিতা ,বালিকা খো খো প্রতিযোগিতা এবং সুইট ড্রিম চিল্ড্রেন পয়েন্টের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সূচনা করেন কেশপুর থানার এএসআই সুশান্ত দাস মহাশয়।
আরও পড়ুন: তৃণমূল কার্যালয়ে আগুন,রাজনৈতিক চাপান উতার
প্রথম দিন দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দৃষ্টিহীন খেলোয়াড় সুরজিৎ ঘরাইকে সম্বর্ধনা প্রদান করা হয় ।দ্বিতীয় দিন বালিকা খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ নেয় কলাগ্রাম শহিদ ক্ষুদিরাম বিদ্যাপীঠ ও চন্দ্রকোনা ইসলামিয়া হাইমাদ্রাসার ছাত্রীরা।
বিজয়ী হয় চন্দ্রকোনা ইসলামিয়া হাই মাদ্রাসা।
এছাড়াও এই অনুষ্ঠানে অসহায় দুস্থদের কম্বল বিতরণ করা হয় ।
উপস্থিত ছিলেন কেশপুর থানার এএসআই সুশান্ত দাস, মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসানুর জামান ,মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, হাবিবুর রহমান, চঞ্চল হাজরা , মুস্তাক হাবিব, আব্দুস শোভান প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584