এসডিপিও-ই যেন তৃণমূল সভাপতি অভিযোগ মুকুলের

0
79

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

বাংলায় গণতন্ত্র বলতে আজ আর কিছুই নেই। সারা বাংলায় এখন পুলিশ রাজত্ব করছে। এমনটাই মঙ্গলবার বাঁকুড়া বিষ্ণুপুরে একটি বেসরকারি লজে দলীয় বৈঠকে যোগ দিতে এসে অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।সেই সভা করতে পুলিশ বাধা দেওয়ায় পুলিশ কেউ একহাত নেন বিজেপি নেতা মুকুল রায়।তিনি দলের স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এসডিপিও তৃণমূলের সভাপতির মত ব্যবহার করছেন।এখন এই বিষ্ণুপুরে তিনি দিদির বড় সৈনিক।তিনি লোকসভা নির্বাচন এইভাবে করতে চাইছেন কিন্তু নির্বাচন কমিশন তা হতে দেবেন না এমনটাই দাবি করলেন মুকুল রায়।

সাংবাদিক সম্মেলনে মুকুল রায়।নিজস্ব চিত্র

তিনি বলেন বিষ্ণুপুরে তৃণমূলের পায়ের তলার মাটি ধীরে ধীরে আলগা হয়ে পড়ছে তাই পুলিশকে কাজে লাগিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে।আগামী লোকসভা ভোটের পর তৃণমূলকে আর খুঁজেই পাওয়া যাবে না বিরোধীদের এই ভাবেই কটাক্ষ করলেন মুকুল রায়।তিনি বলেন শুধু বিষ্ণুপুর এই নয় সারা বাংলা জুড়ে যে ভাবে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে তার জন্য যোগ্য জবাব দিতে তৈরি বিজেপি। জনগণই এর যোগ্য জবাব দেবেন লোকসভা নির্বাচনে। এদিনের স্থানীয় বিজেপি কার্যালয় থেকে এভাবেই কার্যত হুঁশিয়ারির সুর চড়ালেন বিজেপি রাজ্য নেতা মুকুল রায়।

আরও পড়ুনঃ চুরি যাওয়া মোবাইল উদ্ধার বাঁকুড়া জেলা পুলিশের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here