পিয়ালী দাস,বীরভূমঃ
বিয়ের পনেরো দিনের মধ্যেই গৃহবধূর মর্মান্তিক পরিণতি,রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় শ্বশুর বাড়িতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হলো গৃহবধূকে।সিউড়ি থানার অন্তর্গত যুনিতপুর গ্রামের বাসিন্দা অঞ্জু বিবির (পিঙ্ক) সাথে দিন পনেরো আগে বিয়ে হয় আলুন্দা গ্রামের সেখ কদম রসূল নামে এক যুবকের।কিছুটা বাড়ি চাপে পড়েই বিয়ে করেছিলেন শেখ কদম রসূল নামে ওই যুবক,পছন্দ হয়নি বউকে।আর এই কারণেই বিয়ের পর থেকেই চলছে অশান্তি।কারনে অকারনে বিভিন্ন সময় মারধর করা হতো নববধূকে,বাপের বাড়িতেও বেশ কয়েকবার জানিয়েছেন গৃহবধূ,কিন্তু নববিবাহিত জীবনে সেভাবে হস্তক্ষেপ করেনি কেউই।বাপের বাড়ির লোকজন ভেবেছিল সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু সেটা আর হলো না সবকিছু শেষ হয়ে গেল ঠিক হওয়ার আগেই।
অশান্তি চরমে ওঠে গতকাল সন্ধ্যা থেকেই, দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলছিল।এর পর বাড়ির লোকের হস্তক্ষেপে কিছুটা কমে বাক বিতন্ডা।সন্ধ্যার পর থেকেই হঠাৎ করে যেন ভালো ব্যাবহার করতে থাকে কদম রসূল,কেন হঠাৎ করে ভাল হয়ে গেল সে।রাতে ঘুমাতে যাই দুজনেই স্ত্রী ঘুমিয়ে গেলেও জেগে ছিল স্বামী। স্ত্রীর চোখ লাগতেই ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয় নব গৃহবধূকে।
ঘটনায় শোকের ছায়া নেমেছে পিংকি বিবির পরিবারের ওপর।সিউড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আটক করা হয়েছে স্বামীকে।ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ দাম্পত্য কলহের জেরে আত্মঘাতী গৃহবধূ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584