মনোনয়ন জমা ঘিরে সামশেরগঞ্জে বোমাবাজি

0
119

নিজস্ব সংবাদদাতা,সামশেরগঞ্জঃআসন্ন স্ত্রীস্তর পঞ্চায়েত নির্বাচন। চলছে ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। শাসকদল তৃনমূল -বিরোধী দল সিপিএম একে অপরকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। এমনকী সিপিএম লাঠিসোঁটা নিয়ে তৃনমূলের আশ্রিত দুষ্কৃতীদের তাড়াও করে। শনিবার সামশেরগঞ্জ BDO অফিসের সামনের ঘটনাটি ঘটেছে। পুলিশের বিরুদ্ধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মদত দেওযার অভিযোগ উঠেছে।
ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই উত্তেজনা রয়েছে সামশেরগঞ্জে। শনিবার দুপুরে তা মারাত্মক রুপ ধারন করে।
সিপিএমের অভিযোগ, এদিন সকালে লাঠিসোঁটা, বোমা নিয়ে সামশেরগঞ্জ ব্লক অফিসের সামনে জড়ো হয়েছিল শাসকদল তৃনমূলের আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস ও CPI(M) মনোনয়ন জমা করার জন্য ব্লক অফিসের সামনে গেলে তাদের উপর হামলা চালানো হয়। তখন পালটা রুখে দাঁড়ায় সিপিএমও । উভয় পক্ষ উভয় পক্ষের উপরে বোমাবাজি করে বলেও অভিযোগ। উত্তেজনা চরম আকার নেয়। উভয়পক্ষের বোমাবাজিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও তারা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here