নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে নন্দীগ্রাম, জল-স্থল-আকাশ থেকে চলবে কড়া নজরদারি

0
86

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

সমস্ত সীমানা বন্ধ করে দেওয়া হল নন্দীগ্রামের, চলবে কড়া নজরদারি। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগেই ‘সিল’ করে দেওয়া হল নন্দীগ্রামের সব সীমানা। জলে এবং স্থলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে নন্দীগ্রাম। দ্বিতীয় দফার নির্বাচনের আগে বেশ কিছু দিন যাবৎ নন্দীগ্রাম এলাকায় বহিরাগত প্রবেশের অভিযোগ তুলেছিল তৃণমূল।

Election | newsfront.co
প্রতীকী চিত্র

বুধবার সন্ধ্যায় কার্যত সেই দাবি মেনে নিয়েই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হল। যে ভাবে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় মহিলা সিআরপিএফ নিয়োগ করা হয়েছে, একই ভাবে সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষীর নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। বুধবার থেকেই তাঁর জন্য ৪ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এবং ইভিএম গুলি যেখানে মজুত রাখা হয়েছে, সেই জায়গাগুলি বাদে নন্দীগ্রামের সর্বত্রই ১৪৪ ধারা জারি করেছে কমিশন। মোতায়েন হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় এবার মহিলা জওয়ান

নন্দীগ্রামের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৯৯৯। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ২৫৭। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৮৯৮। পূর্ব মেদিনীপুরের নিরাপত্তা আরো জোরদার করতে হলদিয়ায় পাঠানো হয়েছে আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীকে। নন্দীগ্রামে থাকবেন খগেন্দ্রনাথ ত্রিপাঠী। এ ছাড়া সুন্দরবন অঞ্চলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে অটো ডেবিট নিয়মে পরিবর্তন, জানাল রিজার্ভ ব্যাংক

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় যে ৩০টি কেন্দ্রে ভোট হবে, সেখানে ৫ হাজার ৫৩৫ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনলাইন নজরদারি চালানো যায়। এ মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ৭৩২, পূর্ব মেদিনীপুরে ১ হাজার ৬১১, পশ্চিম মেদিনীপুরে ১ হাজার ৮০২ আর বাঁকুড়াতে ১ হাজার ৩৯০টি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যস্থা করা হয়েছে।

এছাড়াও ৩ হাজার ৪৯টি বুথে থাকছে সিসিটিভি ক্যামেরা। মাইক্রো অবজার্ভার থাকছে ১ হাজার ৯১৫টি বুথে। ২৮৬টি বুথে ভিডিয়ো ক্যামেরায় নজরবন্দি করা হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ইতিমধ্যেই ৬৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ৩০ কেন্দ্রে। রাজ্যে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আরও ২০০ কোম্পানি আসছে ৮ এপ্রিলের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here