ঝাড়গ্রাম-কলাইকুন্ডা তৃতীয় লাইনের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর

0
59

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

railway | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার ঝাড়গ্রাম থেকে কলাইকুন্ডা পর্যন্ত দীর্ঘ ৩০ কিমি তৃতীয় লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির সাহাগঞ্জের সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্প উদ্বোধনের সময় ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম।

modi | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা মহামারীর জেরে এই তৃতীয় লাইনের কাজ কিছুটা হওয়ার পর তা থেমে যায়,পরে আবার চালু হয়।কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের সেফটি কমিশনার কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তৃতীয় লাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল পর্যবেক্ষণ করেন এবং আজ প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে তা উদ্বোধন করেন।

indian railway | newsfront.co
নিজস্ব চিত্র
program | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অন্তর্বতী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই দীর্ঘ ৩০ কিলোমিটার রুটে যতগুলি স্টেশন আছে, সেগুলি পুনরায় নতুন ভবন তৈরি করা হয়েছে কোথাও বা নতুন প্লাটফর্ম তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে বাঁশতলা স্টেশন টিকেও রেলের তরফ থেকে সাজিয়ে তোলা হচ্ছে।

ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম বলেন “জনগণের কথা মাথায় রেখেই এই সমস্ত প্রকল্প রেলের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং এর জেরে মানুষের উপকার হবে। রেল যোগাযোগ আরো দ্রুততর হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here