মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। এতদিন হেঁটে অথবা সাইকেলে ফিরছিলেন পরিযায়ীরা। ১ মে বিশেষ ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর থেকে প্রায় ৯১ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে ফেরানো হয়েছে, গত কয়েক দিন ধরে রেলের পক্ষ থেকে অন্তত ৮৪ লক্ষ যাত্রীকে খাবার সরবরাহ করা হয়েছে বলে জানায় কেন্দ্র।
কিছু মানুষ আছেন যাঁরা যতই যা করা হোক না কেন, সবসময়ই নেতিবাচক মানসিকতা নিয়ে থাকেন এবং অন্যদের মধ্যেও সেই মানসিকতা ছড়িয়ে দেন। সমাজসংস্কারের নামে এইসব মানুষজন সমাজের আরও ক্ষতি করছেন, সুপ্রিম কোর্টে পরিযায়ী সংকট নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন সরকার পক্ষের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা।
আরও পড়ুনঃ লোকাল ট্রেন মেট্রো চালাতে রাজি নয় রাজ্য, জানালেন মুখ্যসচিব
তুষার মেহতা বলেন, “আমাদের দেশে কিছু মানুষ সমাজ সংস্কারকের নামে চারিদিকে শুধুমাত্র নেতিবাচক মানসিকতা ছড়িয়ে দেয়। এই সমস্ত লোকেরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, সাক্ষাৎকারও দেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কী করা হচ্ছে তা কিছুতেই স্বীকার করেন না। এমন করে আসলে তাঁরা জাতির প্রতি মোটেই সৌজন্যতার পরিচয় দিচ্ছেন না। তাদের সত্যিকে স্বীকৃতি দেওয়ার মতো সামান্য দেশপ্রেমটুকুও নেই”।
সলিসিটর জেনারেল এও বলেন, “পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছিল এবং সুপ্রিম কোর্ট এর আগে এবিষয়ে পুরোপুরি সন্তুষ্টও ছিল। অথচ তা মানুষের চোখে পড়ছে না। সরকার এবং মন্ত্রীরা যে রাতভোর কাজ করছেন, এই সত্যটাকে কিছুতেই মেনে নিতে চাইছেন না মানুষ”। অভিযোগ তুলে তিনি আরও বলেন যে, যাঁরা পরিযায়ী শ্রমিকদের সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা করছেন, তাঁদের মধ্যে কেউই শীততাপ নিয়ন্ত্রিত অফিস এবং নিজেদের ড্রয়িংরুম ছেড়ে বেরিয়ে এসে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584