নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বীর নায়কের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপিত হল ‘নেতাজি রিসার্চ ব্যুরো’র উদ্যোগে। নেতাজি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ‘দোহার’ দল। দলের আট সদস্যের মধ্যে আজ মঞ্চে ছিলেন চারজন।
আরও পড়ুনঃ উত্তরণের বার্তা নিয়ে আসছে সুজয় প্রসাদের ‘ক্রসিং ওভার’
“নেতাজি জিন্দাবাদ… আজাদ করেঙ্গে” শীর্ষক গানটিতে তাঁদের নিখুত পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সকলকে।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন- “নেতাজি হল আবেগের আরেক নাম। তাঁকে আবেগ দিয়ে না ভাবলে তাঁর মূল্যায়ণ সম্পূর্ণ হয় না।”
গানে, কথায় মুখরিত হয় এদিনের নেতাজি জন্মজয়ন্তী। পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। শান্ত পরিবেশে সব রকমের সামাজিক বিধি মেনে মনোজ্ঞ হয়ে ওঠে অনুষ্ঠানটি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485