‘অভিযাত্রিক’-এ বাজবে অনুষ্কা শঙ্করের সেতারের সুর

0
194

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

‘অভিযাত্রিক’এর হাত ধরে ভারতীয় চলচ্চিত্রে প্রথম পা রাখলেন পণ্ডিত রবিশঙ্কর কন্যা অনুষ্কা শঙ্কর। অনুষ্কা শঙ্করের সেতারের সুর বাজবে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি ‘অভিযাত্রিক’এ। এর আগে জার্মানি ৬ বার মনোনীত করেছে বিশিষ্ট সেতার বাদক অনুষ্কাকে।

new bengali upcoming movie abhijatrik | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘অভিযাত্রিক’-এ সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। প্রথম কোনও ভারতীয় চলচ্চিত্রে সেতার বাদক হিসেবে কাজ করতে পেরে খুশি অনুষ্কা।

new bengali upcoming movie abhijatrik | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তিনি জানান- “সত্যজিৎ রায়ের অপু ট্রিলজিতে সঙ্গীতের দায়িত্বে ছিলেন তাঁর বাবা পন্ডিত রবি শঙ্কর, যা এখনও স্মরণীয় হয়ে রয়েছে প্রত্যেকটি মানুষের মনে। থাকবে চিরকাল।” তাই বলা বাহুল্য এই ধরনের সঙ্গীতের সঙ্গে পরিচিত অনুষ্কা। ফলত, ‘অভিযাত্রিক’-এ কাজ করতে পেরে খুশি তিনি।

new bengali upcoming movie abhijatrik | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ সুপার সিঙ্গারের মঞ্চে হাজির ডিস্কো কিং

শুভ্রজিৎ মিত্র’র ‘অভিযাত্রিক’ আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ গল্প অবলম্বনে তৈরি। সত্যজিৎ রায়ের ‘অপরাজিত’-কে নতুন করে নিয়ে আসছেন শুভ্রজিৎ মিত্র।

এই ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অপর্ণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। গৌরাঙ্গ জালান প্রযোজিত ‘অভিযাত্রিক’ ছবিটি যেমন নস্টালজিয়ার আভাস দেবে তেমনই ছবির গানেও থাকবে ভরপুর নস্টালজিয়া। বিক্রম ঘোষের মিউজিকে অনুষ্কার সেতারের সুরে পুরনো অপরাজিতকে নতুন করে ফিরিয়ে দেবে ‘অভিযাত্রিক’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here