নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলায় প্রতিদিন নতুন নতুন এলাকাতে করোনা ভাইরাসে আক্রান্তের হদিস মিলছে। এবারে করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় চোপড়া ব্লকের নাম যুক্ত হল। এই ব্লকের পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ভিআরডিএল থেকে রিপোর্ট জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এদের লালারসের নমুনা পরীক্ষা হয়েছিল।
এই পাঁচজনই কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে ফিরেছেন। দুদিন আগে তাদের লালার নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। সেই নমুনা পরীক্ষাতে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। আক্রান্তদের রায়গঞ্জের কর্ণজোড়ার কোভিড হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জন ঘিরনিগাঁও ও ১ জন দাসপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার ভোরে পুলিশ-প্রশাসনের তরফে আক্রান্তদের রায়গঞ্জ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584