দুস্থ পরিবারের কচিকাঁচাদের নিয়ে অভিনব উদ্যোগ স্বপ্নের মোহনতরীর

0
81

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব।আর এই উৎসবকে ঘিরে এখন চার পাশে সাজো সাজো রব।ইতিমধ্যেই বিভিন্ন কাপড়ের দোকানে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ।কিন্তু এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিছু মানুষের মন ভার হয়ে থাকে,তাদের ছোট বাচ্চারাও থাকে নিরাশায়।কারণ আর চারটা কচিকাঁচারা পুজোর দিন গুলিতে নতুন কাপড় পরে পুজো মণ্ডপে ভিড় জমায়।সেখানে দুস্থ পরিবারের কচিকাঁচাদের কপালে জোটে না নতুন কাপড়।সেই সব কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে আগমনী পথ চলার মন্ত্র হোক মানবতা।

নিজস্ব চিত্র

এই ভাবনা কে তুলে ধরে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন স্বপ্নের মোহনতরী।শারদোৎসবে কচিকাঁচা দের মুখে হাসি ফোটানোর জন্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের ৭নং অঞ্চলের কেন্দুগাড়ী গ্রামে পূজোর আনন্দ ভাগ করে নিতে হাজির স্বপ্নের মোহনতরী।জামা কাপড়,স্কুল ব্যাগ ও নানানরকম শিক্ষা সামগ্রী বিতরন করল মোহনবাগান ফ্যানস ক্লাব ‘স্বপ্নের মোহনতরী’।এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আই সি সুদীপ ব্যানার্জী ও এস আই শুভঙ্কর রায় সহ স্বপ্নের মোহনতরী ক্লাবের সদস্যরা। নতুন বস্ত্র পেয়ে খুশি দুঃস্থ পরিবারের কঁচিকাঁচারা।

আরও পড়ুনঃ পাচারকারী সন্দেহে যুবককে গুলি করার অভিযোগ সেনা জওয়ানদের বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here