স্পোর্টস ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় টেস্টেও ৭ উইকেটে পর্যদুস্ত করল নিউজিল্যান্ড। সঙ্গে সঙ্গে একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টের পর টেস্ট সিরিজেও ২-০তে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।
New Zealand sweep India 2-0!
It's a seven-wicket victory for the @BLACKCAPS and they take all 120 World Test Championship points!
👏 👏 👏 #NZvIND pic.twitter.com/VX9Vu6DtWs
— ICC (@ICC) March 2, 2020
গতকালের ৬ উইকেটে ৯০ রানের স্কোর থেকে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৪টি ও টিম সাউদি ৩টি উইকেট দখল করেন। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর পূজারার (২৪)।
১৩২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিউজিল্যান্ড সহজেই মাত্র ৩ উইকেট খুইয়ে জয় ছিনিয়ে নেয়।
(ফিচার ছবি সৌজন্যে টুইটার আইসিসি)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584