মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
করোনার দ্বিতীয় ঢেউ আসায় ফের বন্ধ ছিল যান চলাচল। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চালু হয়েছে যানবাহন। লোকাল ট্রেন ছাড়া প্রায় সবকিছুই সচল রয়েছে। কিন্তু বাস ভাড়া নিয়ে কিছুতেই জট কাটছে না। দীর্ঘদিন ধরেই পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি ও করোনার প্রভাব সহ একাধিক কারণ সামনে রেখে বাসভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছে বাস মালিক সংগঠনগুলি। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি রাজ্য সরকার। তা স্বত্ত্বেও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্ধারিত ভাড়ার থেকে যাতায়াতের জন্য যাত্রীদের থেকে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরে এরকম চলার পর এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসল রাজ্য পরিবহণ দফতর।
এদিন পরিবহণ দফতরের তরফ থেকে বাস সংগঠনগুলিকে চিঠি লেখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসে নির্ধারিত মূল্যের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পরিবহণ দফতরের কাছে এই ধরনের অভিযোগ করেছেন অনেকেই। বাসগুলিতে ইচ্ছেমতো বেশি ভাড়া চাওয়া হচ্ছে। অবিলম্বে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে হবে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর বৈঠকে যে ভাড়া নির্ধারিত করা হয়েছিল, সেই ভাড়াই নিতে হবে। যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় তবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বেশি ভাড়া নেওয়ার জন্য বাসের পারমিটও বাতিল করা হতে পারে। অতএব, করোনার প্রভাব বা জ্বালানির দামবৃদ্ধির মতো কোনও কারণ দেখিয়েই যাত্রীদের কাছ থেকে আর বেশি ভাড়া নেওয়া যাবে না। এ কথা স্পষ্ট জানিয়ে দিল রাজ্য পরিবহণ দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584