হাওড়া ডিভিশনের ট্রেনে বন্ধ হকারি, নয়া নির্দেশিকায় বিপাকে হকাররা

0
62

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

হাওড়া ডিভিশনের ট্রেনে আর উঠতে পারবেন না হকাররা। এবার থেকে চলন্ত ট্রেনে হকার উঠলেই দায়ী করা হবে সংশ্লিষ্ট পোস্টের ইন্সপেক্টরকে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। শনিবার হাওড়ার আরপিএফের সিনিয়র কমান্ড্যান্ট প্রতিটি পোস্টের ইন্সপেক্টরদের লিখিতভাবে এমনই নির্দেশ দিয়েছেন।

Train Hawker
সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

সেই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এবার থেকে হাওড়া ডিভিশনে চলন্ত ট্রেনে যদি কোনও হকার ওঠেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্ট ইন্সপেক্টরকে এর জন্য দায়ী করা হবে। ধরে নেওয়া হবে হকার ওঠার পেছনে তাঁরই সহযোগীতা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আধিকারিকের এমন নির্দেশে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরপিএফ বিভাগে। সোমবার থেকেই কার্যকরী হবে এই নয়া নির্দেশিকা।

আরও পড়ুনঃ ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

আরপিএফের এই নয়া নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আইএনটিটিইউসি। সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌করোনার দ্বিতীয় ঢেউ আসায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে লোকাল। যার জেরে এমনিতেই হাজার হাজার হকারকে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তার ওপর এমন নির্দেশিকা কখনও মেনে নেওয়া যায় না। রেল পুলিশের এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব।’

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ নয়, নতুনদের চাকরি দিতে চায় রাজ্য

এদিকে, আইএনটিটিইউসির হাওড়ার (শহর) সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদারও একই কথা বলেন। তিনি রেলের নীতির সমালোচনা করে বলেন, “দিন আনা দিন খাওয়া মানুষের উপর এই অত্যাচার বর্বরোচিত। এসব খেতে না পাওয়া মানুষগুলোকে মেরে ফেলার পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। এটা আমরা হতে দেব না। রেল অবরোধ করে এর জবাব দেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here