করোনার তৃতীয় ঢেউয়ের আগে সমস্ত কলকাতাবাসীকে টিকা দেওয়া সম্ভব নয়, সাফ জানালেন ফিরহাদ

0
72

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে করোনা তৃতীয় ঢেউ। ঠিক তার আগেই সব কলকাতাবাসীকে টিকা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন কলকাতা পুরপ্রশাসক ফিরহাদ হাকিম।

minister Firhad Hakim
সৌজন্যেঃ টেলিগ্রাফ

শনিবার কলকাতা পুরসভায় সাংবাদিক সম্মেলনে করোনার তৃতীয় ঢেউ সংক্রান্ত এক প্রশ্ন করা হলে ফিরহাদ হকিম বলেন, ‘‘যদি কেন্দ্রীয় সরকার রাজ্যকে সঠিক ভাবে টিকা দিত, তা হলে কলকাতা শহরে টিকাকরণ এত দিনে শেষ হয়ে যেত। শুধু কলকাতাই নয়, কলকাতার পাশ্ববর্তী এলাকা থেকে যাঁরা আসছেন, তাঁদেরও টিকা দেওয়া যেত। কিন্তু বর্তমানে কলকাতা কর্পোরেশনের যে পরিকাঠামো রয়েছে, তাতে আমরা প্রতিদিন এক লক্ষ মানুষকে টিকা দিতে পারব। কেন্দ্রের কাছ থেকে কত টিকা পাচ্ছি এবং সেটা কবে পাচ্ছি তার উপর নির্ভর করে থাকতে হচ্ছে আমাদের।’’ টিকার অপ্রতুলতার জন্য কেন্দ্রীয় সরকারের টিকা সরবরাহ নীতিকেই দায়ী করেছেন তিনি।

আরও পড়ুনঃ পিকের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শরদ পাওয়ার! রাজধানীতে প্রশ্নের ঝড়

কলকাতা পুরপ্রশাসক আরও বলেন, ‘‘যেদিন থেকে ভ্যাকসিনেশন চালু হয়েছে সেদিন থেকে এখনও পর্যন্ত কলকাতার ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। রাজ্যে যদি সঠিক পরিমাণে ভ্যাকসিন পাওয়া যায়, তবে সেটা ১০০ শতাংশ হয়ে যাবে। কিন্তু চাহিদার তুলনায় টিকার যোগান অনেক কম। আমরা প্রতিদিন ৫০ হাজার মানুষকে ভ্যাকসিন দিতে চাই। কিন্তু এখন গড়ে ২৫ হাজার করে ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে।’’

আরও পড়ুনঃ সাধন পাণ্ডে-র শারীরিক অবস্থা সঙ্কটজনক, এখনও ভেন্টিলেশনেই বিধায়ক

এদিক, শহর কলকাতার বস্তিবাসীদের মধ্যে মাত্র ২১ শতাংশের টিকাকরণ সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘‘ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে প্রথমে বস্তিবাসীর অনেককেই টিকা দেওয়া হয়েছে। আমাদের পুরসভার দল বিভিন্ন বস্তিতে গিয়ে টিকাকরণ নিয়ে সচেতনতার কথা বলে টিকা দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই ৪৫ বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমরা টিকাকরণ চাইছি সবার জন্য। কিন্তু পর্যাপ্ত টিকা না পেলে আমাদের পক্ষে এত তাড়াতাড়ি সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here