লখিমপুর খেরির পুনরাবৃত্তি! পুলিশকর্মী সহ ২৩ জনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন বিজেডি বিধায়ক

0
45

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

লখিমপুর খেরির পুনরাবৃত্তি এবার উড়িষ্যায়। বিজেডি বিধায়ক প্রশান্ত জগদেব গাড়ি চালিয়ে দিলেন ভিড়ের মধ্যে। আহত হয়েছেন ৭ পুলিশকর্মী সহ অন্তত ২৩ জন। এমনকি এরপরে ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টাও করেন বিধায়ক। জানা গিয়েছে, ঘটনায় কারোর প্রাণহানি হয়নি ঠিকই তবে বিধায়ক সহ ৭ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Odisha BJD MLA runs vehicle into crowd
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

জানা গিয়েছে, শনিবার তিনি চিলিকার বিজেডি বিধায়ক প্রশান্ত জগদেব বানপুরের বিডিও-র কার্যালয়ে দেখা করতে যান। কিছুক্ষণ পর বেশ রাগত ভাবে সেখান থেকে বেরিয়ে আসেন। সামনে ছিল পুলিশের ব্যরিকেড এবং বহু সাধারণ মানুষ। দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেশ কয়েকবার হর্ন দেন বিধায়ক, তাতেও লোকজন সরে না যাওয়ায় সোজা পথচলতি মানুষের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন তিনি। সেখানে উপস্থিত পুলিশকর্মীরাও তাঁকে আটকানোর চেষ্টা করলে, তাদেরও গাড়ির ধাক্কা মারেন বিধায়ক। উত্তেজিত জনতা তাঁকে তখনই ধরে ফেলে এবং গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করে। ভাংচুর চালায় গাড়িতেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত জগদেব বিজু জনতা দলের বিধায়ক। গত বছর অক্টোবর মাসেই তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছিল এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগে। সে ঘটনায় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। তাতেও যে শিক্ষা হয়নি নেতার তা প্রমাণিত। পরে পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই বিধায়ককে উদ্ধার করে এবং তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বাকি আহতদের মধ্যে ৬জনের চোট গুরুতর হলেও বর্তমানে তারা স্থিতিশীল রয়েছেন। পরে বিধায়ককে স্থানান্তরিত করা হয়েছে ভূবনেশ্বরে।

আরও পড়ুনঃ পাঞ্জাব জয়ের পরে বাংলায় রাজনৈতিক যুদ্ধে আপ, পঞ্চায়েত ভোট মাথায় রেখে রবিবার ‘পদার্পণ যাত্রা’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here