অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা অধ্যায় এখনও মেটেনি, যতই অনিশ্চিত হোক এই সময়েও টোকিও অলিম্পিক করতে চায় জানিয়ে দিলো জাপান সরকার। অলিম্পিকের ইভেন্ট প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি বলেছেন, কোনও অঘটন না ঘটলে টোকিও-তে নির্ধারিত সূচি মেনে গেমস অনুষ্ঠিত হবে।
মোরির কথায়, “করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। অলিম্পিক করতে আমাদের কোনো বাধা নেই।“ বরং জাপানের জাতীয় সরকার, মেট্রোপলিটন প্রশাসন, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন একযোগে ইভেন্ট আয়োজনের চেষ্টায় জুটে রয়েছে বলে জানিয়েছেন মোরি। গত বছর ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক।
আরও পড়ুনঃ বাতিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড
কিন্তু করোনা ভাইরাসের জন্য ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক হয় ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। নানা দিক থেকে অসুবিধা এলেও জাপান সরকার আশাবাদী অলিম্পিক করতে জাপানের মানুষও চাইছে যাতে টোকিওতে এই বছরই হয় অলিম্পিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584