পিয়া গুপ্তা ,কালিয়াগঞ্জঃ
সমাজকে এগিয়ে নিয়ে যেতে অসহায় মানুষ গুলির পাশে দাঁড়াতে হবে।এই নীতিবাক্যকে সামনে রেখেই রবিবার পথ চলা শুরু করলো কালিয়াগঞ্জে ওম নারায়ণ নম: ফাউন্ডেশন ।যে ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হলো অসহায় গরিব মানুষ গুলোর পাশে দাঁড়ানো ।গরিব দুস্থ বাচ্চাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া ।রবিবার গরিব অসহায় বাচ্চাদের হাতে পড়াশুনোর সামগ্রী তুলে দিয়ে ওম নারায়ণ নম: ফাউন্ডেশনের শুভ সূচনা হল কালিয়াগঞ্জের শ্রীকলোনীতে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বাচ্চাদের বই, খাতা,পেনসিল ছাড়াও পুষ্টিকর শাক সবজি ও নানান সুষম আহারের ও ব্যবস্থা করা হয় ।এদিন ওম নারায়ণ নম: ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের উপপৌরপতি বসন্ত রায় ,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, অসীম ঘোষ,শ্রী অভিষেক কয়াল,৫নং ওয়ার্ডের মিলন বিশ্বকর্মা এছাড়াও ফাউন্ডেশনের সম্পাদিকা কাকলী মোদক (দাস) সহ আরো অনেকে। এদিনে কাকলী মোদক জানান, ইচ্ছে থাকলেও আজ বহু গরীব দুস্থ ছেলে মেয়ে অর্থের অভাবে পড়াশুনো করতে পারে না।এই ফাউন্ডেশন সেই সব অসহায় ছেলে মেয়েদের ফ্রি কোচিং, কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও বিউটিশিযানের কোর্স ,ট্রেলারিং ,ড্রযিং সব রকম প্রশিক্ষণের ব্যাবস্থা করবে ।
কাকলি মোদক বলেন বর্তমান যুগে পড়াশুনার পাশাপাশি প্রথাবহির্ভূত প্রশিক্ষণ ও অত্যন্ত আবশ্যক ।তাই এখানে গরিব দুস্থ বাচ্চাদের বিউটিশিযানের কোর্স ,ট্রেলারিং,ড্রযিং সহ বহু কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে ।গরিব বাচ্চাদের পুষ্টির কথা মাথায় রেখে এখানে মাসে মাসে মিডডে মিলের ও ব্যবস্থা করেছি।আমাদের লক্ষ্য সমাজের গরীব অসহায় মানুষ গুলোর পাশে দাড়িয়ে তাদের স্বনির্ভর করে তোলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584