নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও পথদুর্ঘটনায় বলি এক ও আহত এক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতন্যপুর এর চৌরঙ্গীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুতাহাটা থানা হলদিয়া মেচোদা রাজ্য সড়কের চৈতন্যপুর চৌরঙ্গীতে হলদিয়াগামী এক যাত্রীবাহী বাসের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুইজন বাইক আরোহী।
এরপর স্থানীয়দের প্রচেষ্টায় তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারায় একজন, গুরুতর আহত অবস্থায় হলদিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন বাইক আরোহীর।
আরও পড়ুনঃ বিধায়ক খুনে ভবানীভবনে মুকুল রায়কে ৩ ঘন্টা জেরা সিবিয়াইয়ের
শুধু তাই নয় জানা গেছে বাইক আরোহীদের মাথায় হেলমেট না থাকার কারণেই এত বড় বিপত্তি। এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষন হলদিয়া- মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে, তবে মৃত ব্যক্তির এখনো পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় পাওয়ার জন্য খোঁজ চালাচ্ছে সুতাহাটা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584