পিয়ালী দাস, বীরভূমঃ
নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক নাবালক। বৃহস্পতিবার বীরভূমের শান্তিনিকেতন থানার গোয়ালপাড়ার কোপাই নদীতে ৫ জনে স্নান করতে নামে।
তাদের মধ্যে একজন স্কুলপড়ুয়া নাবালকও ছিল। অন্য চারজনের মধ্যে সিউড়ি শহরের প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল দত্ত অবশ্য স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বেঁচে যায়। গায়ক ইন্দ্রনীল জানায় কোপাই নদী সংলগ্ন এলাকায় একটি গানের শুটিং করতে তারা পাঁচজনে গিয়েছিল।

শুটিং শেষে তারা নদীতে স্নান করতে নামে, আচমকাই জলের তোড়ে ডুবতে শুরু করে পাঁচজনে। বাঁচার জন্য আর্তনাদ করলে স্থানীয় মানুষজন দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে, চার জনকে উদ্ধার করতে সক্ষম হয়। নাবালক শেখ অমন কিন্তু ততক্ষণে নদীর জলে ভেসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও শান্তিনিকেতন থানার পুলিশ।
আরও পড়ুনঃ জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে এসএফআই-র বিক্ষোভ গঙ্গারামপুরে
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর খুব কাছেই ওই পাঁচজনে মদ্যপান করছিল, নদীতে স্নান করার সময় নেশাগ্রস্ত ছিল বলেই নদীর জলে ভেসে যাচ্ছিল তারা। শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে শেষ খবর পাওয়া অবধি ১৪ বছরের ওই নাবালকের দেহ খুঁজতে ইতিমধ্যে ডুবুরি নামানো হয়েছে। যদিও এখনও হদিশ মেলেনি শেখ অমনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584