শুভেন্দুর গড়ে শক্তি বৃদ্ধি জোড়াফুলের, তৃণমূলে যোগ সিপিএম নেতার

0
75

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত শনিবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিজেপিতে যোগদান করার পরেই রবিবার তৃণমূলে যোগদান করলেন কাঁথির সিপিআইএম নেতা মামুদ হোসেন। জানা গিয়েছে, এদিন কলকাতায় তৃণমূল ভবনে তৃণমূল নেতা তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল শিবিরে যোগদান করলেন মামুদ হোসেন।

TMC party | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের কর্মসূচিতে ছিলেন রাজ‍্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্য দলীয় কর্মীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, “যেটা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত, সেখানে তৃণমূলের আরো শক্তি বৃদ্ধি হল।”

আরও পড়ুনঃ হাওয়া জিততে গেলে চাই সাংগঠনিক শক্তি , রাজ্য নেতৃত্বকে বৈঠকে জানালেন অমিত

এদিন তিনি আরো বলেন, উনি সহ ওনার ৫০০ জন রাজনৈতিক কর্মী তৃণমূলে যোগদান করছে এতে আরো শক্তিশালী হবে দল। অন্যদিকে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক প্রসঙ্গ তুলে আনলেন মামুদ হোসেন।

আরও পড়ুনঃ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চন্দ্রকোনা রোডে তৃণমূলের বিক্ষোভ

তিনি বলেন,”শুভেন্দু অধিকারীর এক নায়ক তন্ত্র মনোভাব, যিনি এক সময়ে বিরোধী পক্ষকে নমিনেশন করতে দেননি তিনি আজ তাদের পক্ষে, পাশাপাশি তিনি এক সময় বলেছিলেন মোদী হটাও, আজ সেই জায়গায় মোদীর সঙ্গে গিয়েছেন শুভেন্দু।” এমনটাই মন্তব্য করলেন সদ্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে যাওয়া মামুদ হোসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here