অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে মৃত্যু

0
30

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে মৃত্যু হল এক ব্যক্তির, অভিযোগ পরিবারের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ললাট গ্রামে। জানা যায় মঙ্গলবার দুপুর নাগাদ উক্ত গ্রামের তপন পাত্র নামের এক ব্যক্তি তার পানের বরজে কাজে যাওয়ার সময়, ওই গ্রামেরই শ্যামাপদ দাস নামে এক ব্যক্তির মিনি ডিপটিউবওয়েল থেকে টানা অবৈধ বিদ্যুৎ-সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু ওই সময় পার্শ্ববর্তী স্থানে থাকা এক মহিলা দেখতে পেয়ে ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।এরপর অপর একজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। ততক্ষণে তপন পাত্র নামে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই ব্যক্তি মারা গিয়েছে বলে জানান এলাকাবাসীরা।আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে এগরা হসপিটালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রাপ্তবয়স্ক হাতির মৃত্যু

এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন। উত্তেজিত এলাকাবাসীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি -গ্রামের ওই অবৈধ বিদ্যুৎ সংযোগকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সেই সঙ্গে মৃত পরিবারের আর্থিক দুরাবস্থার কথা ভেবে তাদের সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে। পরে পুলিশি মধ্যস্থতায় এবং আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর -প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখে। আইনানুগ সমস্ত ব্যবস্থা নিচ্ছেন তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here