নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মতিধর চা বাগান এলাকায় উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম ভাস্কর দেব(৫২)। সে বাগডোগরা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি মতিধর চা বাগানের অ্যাকাউনটেন্ট ছিলেন।
জানা গিয়েছে এদিন দুপুরে অফিসের চাবি নিয়ে নিজের ঘরে চলে যান তিনি। এরপর অনেকক্ষণ হয়ে গেলেও তিনি না ফেরায় শ্রমিকরা চাবি আনার জন্য তাকে ডাকতে যায় বাগানের কোয়ার্টারে। এবং অনেক ডাকাডাকি করার পরেও কোন সাড়া শব্দ না মেলায় শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে।
এরপর বাগান কর্তৃপক্ষ এসে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখতে পান যে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ব্যক্তি। এই দেখে শ্রমিকেরা তরিঘড়ি খবর দেন পুলিশকে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ দাসপুরে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলো তা জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584