চিৎপুরে পুলিশের হাত থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ! মৃত্যু দুষ্কৃতীর

0
73

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পুলি়শের হাত থেকে বাঁচতে দুষ্কৃতীরা গুলি চালায় বা পালিয়ে যায়, এমন ঘটনা হামেশাই ঘটে। কিন্তু এই প্রথম পুলিশের নাম শুনেই বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক দুষ্কৃতী। এমনই ঘটনা ঘটেছে চিৎপুরের চুনিবাবুর বাজারে সওদাগর পল্লিতে কেভেন্টার আবাসনে। ঘটনায় অবাক হয়ে গিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

dead body | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ জানিয়েছে, মৃত ওই দুষ্কৃতীর নাম আবদুল হোসেন ওরফে শেন্টিয়া। এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত আবদুল বেশ কয়েক বার জেলেও গিয়েছে। সম্প্রতি জামিনে মুক্ত ছিল সে। তবে এদিন পুলিশ জানতই না, যে ওই ঘটনাস্থলে রয়েছে আবদুল।

আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড শহরে! মধ্যরাতে বউবাজারে জীবন বীমা নিগমের অফিসে, আহত ৩

জানা গিয়েছে, মদ্যপান করে নিজেদের মধ্যেই বচসা ও মারপিটে জড়িয়ে পড়েছিলেন একদল যুবক। তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে খবর দেওয়া হয় চিৎপুর থানার পুলিশকে।

আবদুল পুলিশের আসার খবর পেয়েই ঝাঁপ দিয়ে সোজা নিচে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here