Omicron: মুম্বাইয়ে মিলল দেশে চতুর্থ ওমিক্রন আক্রান্ত ব্যক্তির খোঁজ

0
89

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বিশ্বজুড়ে অতিমারি করোনা এক প্রকার পিছুটান দিয়েছিল। স্বস্তির নিশ্বাস ফেলছিল মানুষ জন। সবকিছু আস্তে আস্তে আনলক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরছিল। এর মাঝেই বিশ্বজুড়ে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে করোনা তাঁর বংশ বিস্তার পুনরায় শুরু করেছে। করোনার এবার নতুন সিনটোমের নাম দেওয়া হয়েছে ‘ওমিক্রন‘।

Omicron

পরীক্ষামূলক ভাবে আফ্রিকা মহাদেশে বিভিন্ন দেশে শনাক্তকরণ করা হয়েছে ওমিক্রন। ইতিমধ্যে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ওমিক্রন ছেয়ে গেছে। বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ওমিক্রন থাবা বসিয়েছে আমেরিকা ও ইংল্যান্ডে। গত ৩ রা ডিসেম্বর থেকে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ সামলে যখন সমস্ত কিছু স্বাভাবিক হতে শুরু করছিল। তখন সদূর আফ্রিকা থেকে আমাদের দেশে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। ইতিমধ্যে দেশজুড়ে চারজন ব্যক্তির শরীরে ওমিক্রন মিলেছে। প্রথম হদিশ মেলে কর্ণাটক রাজ্যে এরপর গুজরাটে।

শেষ সংযোজন মুম্বাই -এ এক ইঞ্জিনিয়ারের শরীরে মিলেছে ওমিক্রনের অস্তিত্ব। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার। মহারাষ্ট্রের ডোম্বলীর বাসিন্দা। বয়স ৩৩ বছর। তিনি কর্মসূত্রে দীর্ঘদিন জাহাজে ছিলেন। নভেম্বরের শেষের দিকে আফ্রিকা থেকে দুবাই হয়ে মুম্বাই আসেন। জাহাজে থাকার দরুণ কোন প্রকার টিকা নেননি। তিনি মুম্বাই আসার সারা শরীরে প্রচন্ড ব্যাথা ও জ্বর অনুভব করেন। গত ২৪ শে নভেম্বর ওর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে উনাকে কল্যাণ-ডোম্বলীর কোভিড কেয়ারে রাখা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ নাগাল্যান্ডে অনুপ্রবেশকারী ভেবে ‘ভুল করে’ গুলি চালায় নিরাপত্তাবাহিনী, নিহত ১২ জন গ্রামবাসী

দেশের মধ্যে কর্ণাটকে প্রথম দুইজন ব্যক্তির শরীরে ওমিক্রনের হদিশ মেলে। কর্ণাটকের ৬৬ বছরের এক পুরুষ ও ৪৬ বছরের একজন মহিলার শরীরে মেলে ওমিক্রন। এছাড়াও গত শনিবার গুজরাতের জামনগরে এক ব্যক্তির দেহে ওমিক্রনের হদিশ মেলে। জামনগরের ঐ ব্যক্তি দীর্ঘদিন কর্মসূত্রে জিম্বাবুয়ে ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here