নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার পুলিশ কেশিয়াড়ি থানার কুলবনী এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।এরপর ওই ব্যক্তির দুটি ব্যাগে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে। ওই ব্যক্তি গাঁজা পাচারের সাথে যুক্ত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাই গাঁজা পাচার করতে যাওয়ার সময় কুলবনি এলাকায় পুলিশের হাতে তিনি ধরা পড়েন। ধৃত ব্যক্তির নাম কেশব চন্দ্র দাস, তার বাড়ি কেশিয়াড়িতেই ।
কেশিয়াড়ি থানার পুলিশ, কেশব চন্দ্র দাসকে গাঁজাসহ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গাঁজা পাচারের সঙ্গে তার সাথে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই ব্যক্তি নিয়মিত বিভিন্ন এলাকায় গিয়ে গাঁজা পাচার করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বাঁশদ্রোণীতে মোটর রিকশায় ওড়না জড়িয়ে মর্মান্তিক মৃত্যু মহিলার
কেশিয়াড়ি থানার পুলিশ গাঁজা পাচারের সাথে যুক্ত কেশবচন্দ্র কে শনিবার মেদিনীপুর জেলা আদালতে তোলে। মেদিনীপুর জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক কেশব চন্দ্র দাসের জামিনের আবেদন নাকচ করে তাকে ১৪ দিন জেলে হেফাজতে রাখার নির্দেশ দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584