নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ১ নম্বর অঞ্চলের তিনটি মোড়ে।
আহত ওই ছাত্রীর নাম স্নেহা পন্ডিত, বয়স আনুমানিক ১২ বছর। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার গড়বেতার তিনটি মোড়ের কাছে একটি দ্রুতগতিতে আসা মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে। এরপর রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়ে। সেই সময় দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায় মারুতি গাড়িটি।
আরও পড়ুনঃ মোহনপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, আহত ৪
এরপর স্থানীয়দের তৎপরতায় আহত ওই ছাত্রীকে দ্রুত উদ্ধার করে হুগলি জেলার আরামবাগ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করতে পারেনি। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ছাত্রীটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে আরামবাগ হাসপাতাল সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584