পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ফের করোনার থাবা

0
66

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

আবারও করোনার থাবা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ধাদীকা এলাকায়। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হল ২২ বছরের এক মহিলা। ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মিদ্দা জানান, বেশ কয়েকদিন আগে কলকাতা থেকে ফিরেছিল ওই মহিলা, এরপর স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসারে হোম কোয়ারেন্টাইনে ছিল ওই মহিলা।

corona positive | newsfront.co
নিজস্ব চিত্র

অবশেষে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গড়বেতা গ্রামীণ হাসপাতালে পরীক্ষা করার পর গতকাল রাত্রে তার পজেটিভ রিপোর্ট আসে।

ইতিমধ্যেই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি আক্রান্ত ওই মহিলাকে শালবনি করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

অন্যদিকে গড়বেতা ২ নম্বর ব্লকের বোলবান্দি এলাকার দুই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ব্লক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা পুলিশ। যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here