নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
এই মুহূর্তে বিশ্বজুড়ে আতঙ্কের আরেক নাম নোভেল করোনা ভাইরাস । আর এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা। আর সে কারণে দেশজুড়ে চলছে লকডাউন।
আর তাই করোনার যেরে কলেজ বন্ধ থাকায় বাঁকুড়া জেলার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পাত্রসায়ের মহাবিদ্যালয়ে অনলাইনে পঠন-পাঠন শুরু হলো। কলেজ সূত্রে জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কলেজের ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের উপর স্টাডি মেটেরিয়াল আপলোড করা হচ্ছে।
আরও পড়ুনঃ করোনা সংক্রামিত রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ
এছাড়াও বিভিন্ন বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করছেন। কলেজের অধ্যাপকরা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভিডিও কলিং এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। লকডাউনের জেরে কলেজ বন্ধ থাকলেও সিলেবাস শেষ করতে অনলাইনে পঠন-পাঠন শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ সন্তোষ কোনার বলেন, উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা মেনে অনলাইনে পঠন-পাঠন শুরু করা হয়েছে। তার জন্য গুগল ক্লাসরুম ইমেইল ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেই অনুযায়ী পরীক্ষাও নেওয়া হবে। কলেজে পাস অনার্স ছাত্র-ছাত্রীদের অনলাইন পঠন পাঠন শুরু করা হয়েছে।
এর ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন কলেজের ছাত্র-ছাত্রীরা। কলেজের এই উদ্যোগকে সর্বতোভাবে সাধুবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রী থেকে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584