ভোটের আগে খুলল বন্ধ হওয়া চা বাগান

0
36

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

Open closed tea garden before loksabha election
নিজস্ব চিত্র

ভোটের মুখে ফের খুশির হাওয়া চা বাগানে। সোমবার থেকে খুলে গেল আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগান। নয়া কোম্পানির হাত ধরেই খুলে গেল চা বাগানটি।এদিন ফিতে কেটে বাগানের শুভ সূচনা করা হয়। তবে রবিবার নির্বাচন নির্ঘন্ট ঘোষনা হয়ে যাওয়ায় গোটা দেশে নির্বাচন বিধি লাগু হয়েছে। সেই কারনে এদিনের বাগান খোলার আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি ব্লক প্রশাসনের কর্তারা।তবে এদিন বিভিন্ন চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বাগান খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Open closed tea garden before loksabha election
নিজস্ব চিত্র

ডুয়ার্স চা বাগান ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান বলেন, “ আমরা খুশি যে এই চা বাগান খুলে গেছে। ভোটের চমক না হয়ে এই চা বাগান ঠিকভাবে চলুক।চা বাগানের শ্রমিকরা কাজ করে খেতে পাক এটাই আমরা চাই।”

Open closed tea garden before loksabha election
ফিতে কেটে সূচনা করা হচ্ছে। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গত ২০১৫ এপ্রিল মাসে ডানকানসের বাগানটি অঘোষিত ভাবে বন্ধ হয়ে যায়।তবে ২০১৫ সালের ডিসেম্বরে পুরোপুরি ভাবেই বাগানটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ তালা খুললো বন্ধ চা বাগানের,স্বস্তিতে শ্রমিকরা

Open closed tea garden before loksabha election
বাগান শ্রমিক। নিজস্ব চিত্র

মাঝে অবশ্য পঞ্চায়েত ভোটের আগে  ৯ মার্চ ২০১৮ তে বাগানটি খুলেছিল কিন্তু তিন মাস পার হতে না হতেই ফের ১২ ই মে ২০১৮ তে বাগানটি অঘোষিত ভাবে বন্ধ হয়ে যায়।

Open closed tea garden before loksabha election
নিজস্ব চিত্র

বন্ধের ফলে প্রচন্ড আর্থিক সমস্যায় পড়েন শ্রমিকরা। শ্রমিক, কর্মী মিলে মোট ১৬১০ জন এই বাগানের উপর নির্ভরশীল।বাগানটি ফের চালু হওয়ায় খুশি বাগান কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here