স্থগিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা, বক্তব্য রাখার কথা ছিল মমতার

0
78

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শেষ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিয়ন ডিবেট ২০২০’ পিছিয়ে দিল কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার, বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল চিত্র

বুধবার স্বরাষ্ট্রদপ্তরের তরফে টুইট জানানো হয়েছে, অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বিতর্কসভা। করোনা কালে চলতি বছরের জুলাই মাসে এই বিতর্কসভার পরিকল্পনা করেছিল লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সেসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়োজকরা আহ্বান জানান এই ডিবেটে অংশ নেওয়ার জন্য। তাঁদের আমন্ত্রণ গ্রহণ করে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। সেইমতো, ২ ডিসেম্বর ভারতীয় সময়ে বিকেল ৫টা নাগাদ ভার্চুয়ালি সেখানে অংশ নেওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর।

আরও পড়ুনঃ একসঙ্গে কাজ করা মুশকিল, আমাকে মাফ করবেন! সৌগতকে হোয়াটসঅ্যাপ মেসেজ শুভেন্দুর

অক্সফোর্ডের পড়ুয়ারা তাঁর জন্য প্রশ্নও তৈরি করে ফেলেছিলেন। অনলাইনে ৬০০র কাছাকাছি প্রশ্ন জমা পড়েছিল। বিতর্কসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল অংশ হত বাংলার উন্নয়ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here