নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ শিড়শি গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদেব নুনিয়া গ্রেফতার। বিগত কিছুদিন ধরে পলাতক থাকার পর বুধবার রাত্রে হরিরামপুর থানার পুলিশ গুরুদেব নুনিয়াকে গ্রেফতার করে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে টিউবওয়েল ক্রয় করে শিড়শি গ্রাম পঞ্চায়েত। কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার কারনে টিউবওয়েল গুলি এলাকায় বসাতে পারে নি শিড়শি গ্রাম পঞ্চায়েত। এরপরে সেই টিউবওয়েল গুলিকে সরকারী গোডাউনে রাখা হয়। কিন্তু কিছুদিন পরে এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর ব্লকের বিডিও বাসুদেব সরকার তদন্তে নেমে জানতে পারে ঐ টিউবওয়েল গুলিকে সরকারী গোডাউন থেকে নিয়ে যাওয়া হয়েছে অথচ টিউবওয়েল গুলি বসানো হয় নি। এবং অফিসের রেজিস্টার খাতায় দেখা যায় শিড়শি গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদেব নুনিয়া-র স্বাক্ষর রয়েছে। এমন ঘটনা সামনে আসতেই বিডিও বাসুদেব সরকার শিড়শি গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদেব নুনিয়া-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাত্রে হরিরামপুর থানার পুলিশ গুরুদেব নুনিয়াকে গ্রেফতার করে।
ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584