শিক্ষকের দাবিতে স্কুল গেটে তালা

0
77

শ্যামল রায়, মন্তেশ্বরঃ

শুক্রবার বিদ্যালয়ে শিক্ষকের দাবিতে অভিভাবক অভিভাবিকারা বিদ্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন।

সকাল থেকে দুপুর একটা পর্যন্ত বিক্ষোভ সংঘটিত হয়। অবশেষে মন্তেশ্বর থানার পুলিশ বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধিদের পাঠিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এবং অতিরিক্ত শিক্ষক পাঠানোর পর বিক্ষোভ তুলে নেন অভিভাবক অভিভাবিকারা।

parents protest for recruiting of teacher
নিজস্ব চিত্র

অভিযোগ যে, আসুরি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাব। একজন মাত্র শিক্ষক থাকার কারণে পড়ুয়াদের কোনরকম পঠন-পাঠন হয়না। রকিবুল হক নামে একজন প্রধান শিক্ষক থাকার কারণে তিনি বিভিন্ন সময়ে মিড ডে মিল সংক্রান্ত কিংবা বিদ্যালয়ের কাজ করতে অফিস-আদালতে ছুটে যাওয়ায় বেশিরভাগদিন  বিদ্যালয়ে পঠন-পাঠন হয় না বলে অভিযোগ করেন অভিভাবক ও পড়ুয়ারা।

সেইসাথে অভিভাবক অভিভাবিকারা দীর্ঘদিন ধরে আরো শিক্ষকের দাবিতে সরব হয়ে আসছিলেন কিন্তু প্রশাসনিক আধিকারিকরা কোনরকম কর্ণপাত করেনি বলে অভিযোগ।

parents protest for recruiting of teacher
নিজস্ব চিত্র

স্থানীয় অভিভাবিকা মুনমুন ঘোষ মাম্পি বিশ্বাস রাজিব ঘোষ জীবন বিশ্বাস নিমাই ঘোষ মিঠু প্রমুখ অভিযোগ করেছেন যে, এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৪৯ জন। দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাব রয়েছে। এছাড়াও মিড ডে মিল খাবার পড়ুয়ারা খেতে পারে না। ডিম বরাদ্দ থাকলেও দিনগুলিতে রান্না করা হয় এমনটাই অভিযোগ পড়ুয়াদের সাথে তাদের অভিভাবক অভিভাবিকা দের। তাই বেশিরভাগ ছাত্র ছাত্রী মিড ডে মিল না খেয়ে বাড়ি চলে যায়।

আরও পড়ুনঃ ফি বৃদ্ধির প্রতিবাদে ঔরঙ্গাবাদ ডি এন সি কলেজে ছাত্র বিক্ষোভ

মুনমুন ঘোষের অভিযোগ যে, বিদ্যালয়ে কোনরকম নিয়ম-শৃঙ্খলা নেই। পঠন-পাঠন হয়না। আমরা বারবার মন্তেশ্বর অবর বিদ্যালয় পরিদর্শককে বিদ্যালয় পরিদর্শনে আবেদন জানিয়েছি কিন্তু অবর বিদ্যালয় পরিদর্শক সৌরভ গোস্বামী তিনি আমাদের অভিযোগকে কোনরকম গুরুত্বই দেন না। বারবার আমরা আলোচনার জন্য সৌরভ বাবুকে ডাকা হলেও তিনি বিদ্যালয়ে কখনোই কোনদিন আসেননি। আমাদের আবেদন আরও শিক্ষক দেওয়া হোক।

এই প্রসঙ্গে বিদ্যালয় পরিদর্শক সৌরভ গোস্বামী কে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন যে, সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি আর কিছু বলবেন না বলে ফোন কেটে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here