দলত্যাগ করে বিজেপিতে যোগ

0
154

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

দক্ষিন সুন্দরবনে তৃনমূলের অন্দরে ভাঙন।লোকসভা নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হতে না হতেই তৃনমূল ও সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক বিক্ষুব্ধ কর্মি সর্মথকদের।নামখানা গ্রাম পঞ্চায়েত দল ভাঙনে চিন্তিত শাসক থেকে বাম শিবির । স্বজন পোষন দুর্নীতির পাশাপাশি এলাকা অনুন্নয়নে পিছিয়ে নামখানার উত্তর ও পশ্চিম পাড়া।সময় বদলের সাথে সাথে দল বদলের তকমা রয়েছে ১৭২নং বুথে।ভোট আসে ভোট যায়,কিন্তু পরিবর্তন হয় না ১৭২ নং বুথের নামখানার উত্তর ও দক্ষিনপাড়া। এই দুই পাড়াতে রয়েছে ১৩০০ পরিবার।খেটে খাওয়া পরিবারদের প্রত্যাশা প্রতিশ্রুতিতে বিমুখ শাসক থেকে বাম শিবির।শনিবার রাতে নামখানায় শতাধিক তৃনমূল ও সিপিএম বিক্ষুব্ধ সর্মথক যোগ দেন বিজেপিতে।

নিজস্ব চিত্র

নবম পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল ফুল নামখানা পঞ্চায়েত দখলে রাখলে,নির্দল ও বিজেপি জেতা সদস্যরা দখলে নেই বিরোধী আসনে।২৯ টি বুথ,২৪ জন সদস্য রয়েছে নামখানা গ্রাম পঞ্চায়েতে।এবারের র্নিবাচনে ২৪টি সংসদের মধ্যে তৃনমূল ১৮টি,সিপিএম ২টি,বিজেপি ১টি ও নির্দল ৩টি আসনে দখল রাখে।তিন জন নির্দল সর্মথক বিজেপিতে যোগদেন শনিবার রাতে।ফলে পঞ্চায়েতে বর্তমান পরিসংখ্যান দাঁড়ায় তৃনমূল ১৮টি,বিজেপি ৪টি,২টি সিপিএম।২০১৯ লোকসভা নির্বাচন।তার আগে তৃনমূল সিপিএমের অন্দরে ভাঙন।ফলে কিছুটা হলেও বাম থেকে ঘাসফুল শিবির অনেকটা পিছিয়ে।মত রাজনৈতিক মহলে। বিজেপির সহসভাপতি অরুন কুমার জানা এদিই দলীয় পতাকা তুলে দেন সদ্য দল ত্যাগীদের হাতে।ছিলেন মন্ডল কমিটির সম্পাদক সহ সম্পাদক।নামখানা মন্ডল একের সাধারন সম্পাদক প্রতীক মন্ডল।নতুন করে বুথ কমিটি গঠন হয় এদিন। কিষান মোর্চা,মহিলা মোর্চা ,যুবমর্চা গঠন হয় দলত্যাগী তৃনমূল বুথ সভাপতি সুজয় রক্ষিত শতাধিক সর্মথক ও সিপিএম সক্রিয় বুথ সদস্য পশুপতি দাস শতাধিক কর্মি নিয়ে বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুনঃ চাষীদের ঋণ শোধের দায়িত্ব নিলেন অমিতাভ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here