নবদ্বীপ ফেরীঘটে জীবনের ঝুঁকি নিয়েই নৌকা পারাপার করছে যাত্রীরা

0
131

শ্যামল রায়,নদীয়াঃ

চৈতন্য ভূমি নবদ্বীপ ও মায়াপুর ইসকন মন্দির দেখতে দেশ বিদেশ থেকে হাজারে হাজারে দর্শক আসেন প্রতিদিন। কিন্তু নবদ্বীপ ফেরিঘাট একটি গুরুত্বপূর্ণ পরিষেবার অঙ্গ। একদিকে গঙ্গা ভাগীরথী অন্যদিকে জলঙ্গী নদী।

নিজস্ব চিত্র

দুটি নদী পার হয়েই যেতে হয় মায়াপুর ইসকন মন্দির দেখতে। কিন্তু যাত্রী সাধারণ বলছেন নৌকা পরিষেবা নিয়ে যথেষ্ট গাফিলতির কথা। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মায়াপুর নবদ্বীপ ধাম ঘুরতে আসা দেশবিদেশের পর্যটকরা।

নিজস্ব চিত্র

বুধবার রাতে এমন একটা দৃশ্য দেখতে পেলেন দর্শক রাজে মায়াপুর ইসকনের হুলোর ঘাট থেকে ছাড়া নৌকায় কোন আলোর ব্যবস্থা নেই। এরকমভাবে স্বরুপগঞ্জ ধার থেকেও ছাড়া নৌকা এবং নবদ্বীপ বড়াল ঘাট থেকেও ছাড়া নৌকা তারিনীপুর প্রতিটিতেই চলাচলের জন্য কোন আলোর ব্যবস্থা চোখে পড়েনি দর্শনার্থীদের।

নিজস্ব চিত্র

ক্ষোভে ফুঁসছেন যাত্রী সাধারণ তাদের কথায় যে আলোর ব্যবস্থা না থাকলে রাতের অন্ধকারে নৌকাগুলো যেভাবে দ্রুতগতিতে নদীতে ছুটে চলে সেখানে একটু অসতর্ক হলেই মুখোমুখি সংঘর্ষে বহু যাত্রীর প্রাণহানি ঘটার সম্ভাবনা থেকেই যায় বলে মনে করছেন বহিরাগত এবং স্থানীয় পর্যটকরা‌।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here