দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভাতা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন গ্রাহকেরা

0
30

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি বাঘডাঙ্গা পোস্ট অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলল গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, প্রতি মাসেই বার্ধক্য ভাতার টাকা তুলতে আসেন তারা। কিন্তু কিছুদিন যাবৎ পোস্ট অফিস কেবলই ফিরিয়ে দিচ্ছে। নিত্যদিন এসে দীর্ঘক্ষণ প্রতিক্ষার পর ঘুরে যেতে হচ্ছে তাদের।প্রতিদিন ২০টি বৃদ্ধ ও ২০ টি বৃদ্ধাকে ভাতা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

local people | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে পোস্ট অফিসের সামনে নিত্যদিন প্রায় ২০০-২৫০ জনের ভিড় জমছে। কিছু গ্রাহকেরা জানাচ্ছেন দূরদূরান্ত থেকে গাড়ী বা টোটো করে আসছেন তারা, মাসে ২০০০ টাকার তোলার জন্য এতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। ৪০ জনের বেশি কাউকে টাকা দেওয়া হচ্ছে না।

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

যার জেরে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। কেউ চারদিন, কেওবা তিনদিন ধরে ঘুরছেন। কিন্তু তাদের প্রাপ্য ভাতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় সোমবার সকালে কান্দি বাঘডাঙ্গা পোস্ট অফিসে।

আরও পড়ুনঃ হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি অধীরের

office | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও পোস্ট মাস্টার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, একাই ওনাকে সমস্ত কাজ করতে হচ্ছে। পোস্ট অফিসে কর্মীর অভাব থাকার জন্য এইরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here