দশদিন পরে করোনার রিপোর্ট আসায় আতঙ্কিত এলাকাবাসী, সরব তৃণমূল

0
118

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহের দশদিন পর যখন রিপোর্ট এসেছে, তখন জানা গিয়েছে, শ্রমিকরা কয়েকজন করোনা ভাইরাসে সংক্রমিত। এই দশদিন তারা এলাকায় যথেচ্ছ ঘুরে বেড়ানোয় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে মাটিকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন তারা। বুধবার সংগঠনের অঞ্চল কমিটির সভাপতি প্রণব পাল বলেন, লালারস সংগ্রহ করার দশ দিন পরে জানা গিয়েছে, তিনজনের শরীরে করোনা পজিটিভের লক্ষণ রয়েছে। এই সময় তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। তারা অনেকের সংস্পর্শে এসেছে। এলাকায় তিনজন পজিটিভ রোগী চিহ্নিত হয়েছে। দুইজনকে মঙ্গলবার নিয়ে যাওয়া হয়েছে সরকারি ভাবে।

আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যের দাবিতে রাস্তায় বামেরা

কিন্তু একজনকে নিয়ে যাওয়া হয়েছে বুধবার সকালে। রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে সবাইকে একসঙ্গে কেন নিয়ে যাওয়া হয়নি তা নিয়েও ক্ষোভ প্রকাশ পেয়েছে তাদের মধ্যে। অবিলম্বে ওই এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার পাশাপাশি সেখানকার প্রত্যেকেরই লালারস পরীক্ষার দাবি তুলেছে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here