নিয়ম ভাঙাতেই অভ্যস্ত সাধারন, নিরব প্রশাসন

0
67

স্পর্শ ভট্টাচার্য্য, উত্তর ২৪ পরগনাঃ

শিয়ালদহ- বনগাঁ এবং শিয়ালদহ- হাসনাবাদ শাখার এক গুরুত্বপূর্ণ স্টেশন বারাসাত জংশন, আর সেখানেই ধরা পড়ছে অনিয়মের একটি বৃহৎ চিত্র। আইন ভেঙে জীবনের ঝুঁকি নিয়ে সামনে ট্রেন; তাসত্বেও ঝুঁকি নিয়ে অবাধে রেল লাইন পারাপার করছেন যাত্রীরা।

নিজস্ব চিত্র

ভূগর্ভস্থ পথ থাকা সত্ত্বেও ব্যাবহার করছেন না সেই পথ। কখনও আবার সিগন্যাল সবুজ, ট্রেন ছেড়ে দিয়েছে তবুও রেল লাইনের উপর দিয়ে হেঁটে পার হচ্ছেন যাত্রীরা। বারাসাত স্টেশন থেকে নেমে শিয়ালদহর সম্মুখে কয়েকপা এগোলেই দেখা যাবে এমন চিত্র। তাতে তেমন কোনো হুঁশ নেই প্রশাসনের।

মাসখানেক আগেই বারাসাতের সাংসদের উদ্যোগে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় ভূগর্ভস্থ পথ। দিন দশেক আগে তার উদ্বোধন করেন সাংসদ, কিন্তু সেই পথ ব্যাবহার করতে নারাজ সাধারণ মানুষ সহ যাত্রীরা।

নিজস্ব চিত্র

তার কারণ খুঁজতেই সামনে আসে গাফিলতির চিত্র, ঐ এলাকার সাধারণ মানুষের অভিযোগ উদ্বোধনের পর থেকেই বৃষ্টি হলে জল চুইয়ে পড়ছিল ভুগর্ভস্থের ছাদ থেকে, সে খবর প্রশাসনের কানে যেতেই মেরামতের ব্যাবস্থা করেন প্রশাসন, এছাড়া এলাকার বয়স্কদের দাবি ” পায়ে ব্যাথা, সিঁড়ি চড়তে পারি না, পারাপার করব কিভাবে? ”

নিজস্ব চিত্র

পায়ে হাঁটা পথে বারাসাত কলোনি মোড় এবং বারাসাত চাপাড়ালি মোড়ের মিলনস্থল হল এই ভূগর্ভস্থ পথ, অতীতে ১১নং রেল গেট সংলগ্ন এই পথ দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতেন সাধারণ মানুষ। এখানেই দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে অনেক,এই দুর্ঘটনা এড়াতে তৈরি হয়েছে ভূগর্ভস্থ পথ,কিন্তু তার ব্যাবহার হচ্ছে কই?

প্রথমবার যখন নবনির্মিত ভুগর্ভস্থের হাল হকিকত খোঁজ নিতে আমাদের প্রতিনিধি গিয়ে দেখে ভয়াবহ এবং ঝুঁকি পূর্ণ অনিয়ম।

আরও পড়ুনঃ ব্লক লাইনে ট্রেন, সাসপেন্ড আধিকারিক

ভূগর্ভস্থ পথ ব্যাবহার করছেন খুব সামান্য বাকি আট থেকে আশি; নিয়ম ভাঙতে বাদ যাচ্ছেন না কেউই,আমাদের ক্যামেরা দেখে সক্রিয় হয়ে ওঠে ওখানকার কর্তব্যরত রেল পুলিশ, ঠিক তখনই এক যাত্রী সাইকেল নিয়ে পারাপার করার চেষ্টা করেন,বারণ করতে গেলে বেঁধে যায় বচসা, বারবার ঘটছে দুর্ঘটনা,মৃত্যু ও ঘটছে প্রচুর,তৎসত্বেও টনক নড়ছে না সাধারণ মানুষ সহ প্রশাসনের কারোরই।

এই অনিয়ম নিয়ে রেল পুলিশের দাবি বারণ করা সত্ত্বেও শোনেন না যাত্রীরা, বহুবার জরিমানা ও করা হয়েছে তা সত্ত্বেও সাধারণ মানুষ ভুগর্ভস্থ ব্যবহারে নারাজ, এই অনিয়ম নিয়ে প্রশাসনের কোনো উচ্চ বাচ্য না থাকলেও বুদ্ধিজীবী সৌরভ মল্লিক মনে করছেন এই বিষয়ে প্রশাসন এবং সাধারণ মানুষের অতিরিক্ত সচেতনার অভাব, তাদের যথেষ্ট সচেতনতার প্রয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here