ওয়েবডেস্কঃ
রাফাল মামলার রায় বেরোনোর পরে সেই রায় পুনর্বিবেচনার জন্য যে সমস্ত আবেদনকারীরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাদের দেওয়া বিভিন্ন নথি রাফাল মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে বলে অভিযোগ কেন্দ্রের ।
আদালতকে দেওয়া পিটিশনে কেন্দ্র জানায়” “এই নথিগুলি সরকারি নিরাপত্তা আইনের আওতায় পড়ে। কেন্দ্রের অনুমতি ছাড়া কোনওভাবেই এগুলিকে প্রকাশ্যে আনা যায় না”।
রাফাল মামলার সাথে জড়িত গুরুত্বপূর্ণ ও গোপন নথি যারা প্রকাশ্যে এনেছে তাঁরা শাস্তির যোগ্য। এর জন্য কারাবাস বা জরিমানা হতে পারে বলে সুপ্রিম কোর্টে দাবি জানাল কেন্দ্র ।
সংবাদসংস্থা দ্যা হিন্দু’র বিরুদ্ধে অভিযোগ তুলেছে কেন্দ্র। ৩৬ টা রাফাল কেনার ব্যাপারে ফ্রান্সের সাথে যে চুক্তি সে বিষয়ে খবর করার জন্য তদন্ত হচ্ছে দ্যা হিন্দু’র বিরুদ্ধে। কেন্দ্রের দাবি দ্যা হিন্দু রাফাল সংক্রান্ত বৈদেশিক চুক্তি ও গোপনীয়তা লঙ্ঘন করেছে ।
সংবাদসংস্থা এনডিটিভিকেকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্য হিন্দু পাবলিশিং গ্রুপের চেয়ারম্যান এন রাম জানান, “আমরা কিছু চুরি করিনি। অত্যন্ত বিশ্বস্ত সূত্র মারফৎ এগুলো পেয়েছি এবং সূত্রের পরিচয় গোপন রাখতে আমরা দায়বদ্ধ। সূত্রের সম্বন্ধে কেউ আমাদের থেকে একটি তথ্যও পাবে না। এই নথিগুলি এখন নিজেরাই নিজেদের হয়ে কথা বলছে।”
উল্লেখ্য, সরকারি পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল প্রথমে দাবি করেছিলেন সরকারী দপ্তর থেকে রাফাল চুক্তি সংক্রান্ত নথি চুরি হয়ে গেছে । তার এই মন্তব্যের পরে সারা দেশ জুড়ে শোরগোল পড়ে যায় । পরক্ষণে তিনি তাঁর মন্তব্য বদলে দাবি করেন রাফাল চুক্তির তথ্য চুরি যায়নি, কেউ এটার প্রতিলিপি বের করেছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584