দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, মোদীর ডাকে সর্বদল বৈঠক শুক্রবার

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশে করোনা পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ দূর হয়নি। ক্রমশ বাড়ছে ভাইরাসের দাপট। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আসমুদ্রহিমাচল। এমন আবহে আগামী ৪ ডিসেম্বর সর্বদল বৈঠক হতে চলেছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi | newsfront.co
ফাইল চিত্র

সংসদের দুই কক্ষের বিরোধী দলনেতাদের বৈঠকে ডাকা হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই সংসদীয় দলনেতার কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ।

শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর।

আরও পড়ুনঃ মোদীর ভ্যাকসিন সফরে উচ্ছ্বসিত হর্ষবর্ধন বললেন ‘মেজর জেনারেল’

উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর বাংলা, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ মুসলমানদের প্রার্থী করা হবে না, জানালেন বিজেপি মন্ত্রী

করোনা পরিস্থিতি ও সেইসঙ্গে ভ্যাকসিন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সর্বদল বৈঠকে, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি করোনা ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার পরীক্ষাগার ঘুরে দেখেন মোদী। ক’দিন আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গেও করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়ে ভার্চুয়াল বৈঠক সারেন নমো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here