নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার সকালে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে দেশবাসীর জন্য একাধিক বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারীর আবহেই দেশকে আত্মনির্ভর করার স্বপ্ন দেখিয়েছেন তিনি। স্বাধীনতার ৭৫ বছরের আত্মনির্ভর হওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মোদী।
হিসেব বলছে, লালকেল্লার গোটা ভাষণে অন্তত ৩৬ বার ‘আত্মনির্ভর’ শব্দটি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। ৩৬ বার উচ্চারণ করেছেন ‘নাগরিক’ শব্দটাও। এরপরেই রয়েছে করোনা ভাইরাস। হিসেব বলছে, অন্তত ২৫ বার ‘করোনা ভাইরাস’ শব্দটি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী বলেন ,“আমি স্বীকার করছি যে ভারতের আত্মনির্ভর (স্বাবলম্বী) হওয়ার পথে লক্ষ লক্ষ চ্যালেঞ্জ রয়েছে, আর হ্যাঁ, সেইসঙ্গে বিশ্ব জুড়ে রয়েছে প্রচণ্ড প্রতিযোগিতাও। তবে আমি সবসময়ই বলি যে ভারত যদি লক্ষ লক্ষ চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবে তার জন্য ১৩০ কোটি সমাধানও রয়েছে।”
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা
লালকেল্লায় প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার শপথ নেওয়ার জন্য গোটা দেশকে একটি পরিবারের সঙ্গে তুলনা করেন। বলেন, “২০-২১ বছর বয়সের পর পরিবারের তরুণ সদস্যদেরও নিজের পায়ে দাঁড়াতে হয়। তাই স্বাধীনতার ৭৫ তম বছরে আমাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে। আজ দুনিয়ার সব দেশের অর্থনীতি একে অপরের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের শক্তিশালী হতে হবে। নিজেরা শক্তিশালী হলে তবেই গোটা বিশ্বের কল্যাণ করা সম্ভব।”
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে রামমন্দির প্রসঙ্গ
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন যে, “আমরা দেখেছি যে আমরা কোনও কিছুতে মনপ্রাণ ঢেলে চেষ্টা করলে তা অর্জন করতে পারি। আমরা এর আগে কখনই পিপিই কিট তৈরি করিনি, এমনকী আমাদের দেশে মাস্ক এবং ভেন্টিলেটরের উৎপাদনও খুব কম হতো, কিন্তু বর্তমানে আমরা সেগুলো তৈরি করছি।”
অর্থাৎ এখানেও সেই আত্মনির্ভরতার কথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবমিলিয়ে প্রধানমন্ত্রীর আজকের ভাষণ জুড়ে ছিল শুধুই আত্মনির্ভরতার কথা। তাই গোটা ভাষণে সবচেয়ে বেশিবার এই শব্দটাই ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584