পুরোনো চেকবই ব্যবহারের মেয়াদ সম্পর্কে জানাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক অফ বরোদা

0
183

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সংযুক্তিকরণ হয়েছে আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, পুরোনো চেকবই ব্যবহারের মেয়াদ সম্পর্কে জানালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক অফ বরোদা। বদল হতে পারে অ্যাকাউন্ট নম্বর, চেক বই, কার্ড, IFSC কোড ও MICR কোড।

Representative image | newsfront.co
প্রতীকী চিত্র

যে আটটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক সংযুক্তিকরণ হচ্ছে, সেগুলি হল – বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক টুইট করে জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত সচল থাকবে আগের চেকবই। তাই সময় থাকতে গ্রাহকদের নতুন চেকবই ও পাসবই সংগ্রহ করার অনুরোধ করেছে তারা।

ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, গ্রাহকরা যেন গুজবে কান না দেন। সুবিধা মতো পুরনো চেকবই, পাসবই বদলে নিতে অনুরোধ করা হয়েছে গ্রাহকদের। তবে, পুরনো চেকবই, পাসবই আপাতত সচল থাকছে বলে জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের চেক ও পাসবই এখনই বাতিল হচ্ছে না।

আরও পড়ুনঃ প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী বা পুলিশঃ নির্বাচন কমিশন

তবে, সমস্ত আপডেট-এর মেল বা SMS পেতে গ্রাহকদের নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় গিয়ে কিছু তথ্য আপডেট করতে হতে পারে। এ সংক্রান্ত তথ্য ব্যাঙ্কের শাখা থেকেই জেনে নেওয়া যাবে। ব্যাঙ্কের পরামর্শ মেনেই যা করণীয় করার অনুরোধ জানিয়েছে সব ব্যাংকই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here