সুদীপ পাল, বর্ধমানঃ
প্রায় প্রত্যেকদিনই দুর্ঘটনা লেগে আছে। আর তার জেরে মৃত্যু সংখ্যাও বাড়ছে। বর্ধমানের উল্লাস মোড় থেকে নবাবহাট পর্যন্ত রাস্তায় এক বছরে ১৫৭ টি দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের। কেন বারবার দুর্ঘটনা ঘটছে তা নিয়ে কপালে ভাঁজ পড়ছে বর্ধমান জেলার পুলিশের।
পূর্ব বর্ধমান জেলায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রয়েছে ৭২ কিলোমিটার। ট্রাক, গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা থাকলেও দেখা যায় রাস্তার ধারে গাড়ি রাখা হচ্ছে। অনেক সময়ই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়ি। এই বিষয়গুলো খতিয়ে দেখছে জেলা পুলিশ।
আরও পড়ুনঃ ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, উত্তেজনা কোচবিহারে
ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতিতে থাকা গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ে। দ্বিতীয়তঃ অনেকক্ষেত্রেই লেন ভেঙে গাড়ি চালক গাড়ি চালান। তৃতীয়তঃ রাস্তার পাশে যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। শুধু বড় লরি, ট্রাক, বাইক যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হয়। কিন্তু এত দুর্ঘটনা ঘটছে সেই হিসেবে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা চলছে।
আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদ্যালয় খোলা এবং ছুটির সময় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন রাখা হবে। যেখানে অন্ধকার, সেখানে প্রয়োজনীয় আলোর বন্দোবস্ত করা হবে। নজরদারি আরও কড়া কীভাবে করা যায়, সেই নিয়ে চিন্তাভাবনা চলছে। সতর্কতামূলক বোর্ড লাগাবার কথা ভাবা হচ্ছে।
বর্ধমান পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, দুর্ঘটনা কমানোর জন্য জেলাজুড়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584