বাহিনীকে গুলি চালানোর ‘ফ্রি হ্যান্ড’, আতঙ্কিত ভোট কর্মী থেকে সাধারণ মানুষ

0
146

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীকে আত্মরক্ষার্থে গুলি চালানোর ‘ফ্রি হ্যান্ড’ দিল নির্বাচন কমিশন, বাহিনী আক্রান্ত হলেই গুলি চালাবে লাগবে না কোন আগাম অনুমতি। কমিশনের এই নির্দেশের পরই আতঙ্কে ভুগছেন সকলে, ভোট কর্মী থেকে শুরু করে ভোটার আতঙ্কিত সকলে।

central force | newsfront.co
প্রতীকী চিত্র

কাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সমস্ত প্রিসাইডিং অফিসারদের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছেন সকলে যাতে প্রিসাইডিং অফিসাররা আগাম অনুমতি পত্রে সই না করেন। ফেসবুকে খোলাখুলি পোস্ট করেছেন মানুষ, “যতই প্রেসার ক্রিয়েট করুক, সব প্রিসাইডিং অফিসাররা একজোট হয়ে গুলি চালানোর আগাম অনুমতিপত্রে দয়া করে সই করবেন না। সাধারণ মানুষের প্রাণের দায় বর্তাবে আপনাদের ওপর।”

আরও পড়ুনঃ রাজ্যে দ্বিতীয় দফার ভোটে থাকছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কিছু সমাজ কর্মী একজোট হয়ে ‘নির্বাচন কমিশন অভিযান’- এর ডাক দিয়েছেন মঙ্গলবার। ভোট প্রক্রিয়াকে ‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব’ বলা হয়, সেই উৎসব পালনে কেন আতঙ্কের রেশ থাকবে? কেন প্রাণ হাতে করে ভোট দিতে হবে সাধারণ ভোটারকে? কেন দায় নিতে হবে ভোট কর্মীদের! কেনই বা প্রয়োজন হলো এমন নির্দেশের বাংলার স্বাধীনতা উত্তর নির্বাচনের ইতিহাসে যা ‘নজিরবিহীন’!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here