Tokyo Olympics: টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় বক্সার পূজা রানি

0
59

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় বক্সার পূজা রানি। বধবার ৭৫ কেজি বিভাগে জিতলেন পূজা রানি। অলিম্পিক্সে পদকের আশা দেখাচ্ছেন ভারতের মহিলা বক্সাররা। কোয়ার্টার ফাইনালে জিতলেই দুই ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাঁই ও পূজা রানি’র পদক নিশ্চিত।

Pooja Rani
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

এদিন আলজেরিয়ার ইচরাক কাইবকে ৫-০ পয়েন্টে পরাজিত করলেন পূজা। এই ফলের কারণেই পূজা পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। শনিবার কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের বিরুদ্ধে খেলবেন পূজা।

আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচেও সিন্ধুর জয়, পৌঁছলেন প্রি-কোয়ার্টার ফাইনালে

টোকিও অলিম্পিক্স ২০২০-তে পূজা ছিলেন প্রথম খেলোয়াড় যিনি আগেই যোগ্যতা অর্জন করেছেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী এই বক্সারের থেকে অলিম্পিক্সেও স্বর্ণপদকের আশায় রয়েছে ভারত। বুধবারের ম্যাচের আগে মঙ্গলবারই জিতেছিলেন ভারতীয় কন্যা লাভলিনা। শুক্রবার চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন চিনের বিরুদ্ধে লড়বেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here