বিশ্বকর্মার ছোট প্রতিমা বানিয়েই লাভের মুখ দেখতে চাইছে মৃৎশিল্পীরা

0
131

মনিরুল হক, কোচবিহারঃ

দীর্ঘ ৬ মাস ধরে লকডাউন চলছে। তারই মাঝে বেশ কয়েকটি উৎসব কেটে গেছে অনাড়ম্বরভাবে। আর তারপর বিশ্বকর্মা পুজাে। মাত্র একদিন বাকি রয়েছে পুজাের। এই বিশ্বকর্মা পুজাে অনাড়ম্বরভাবেই হবে বলে ধারনা।

vishwakarma idol | newsfront.co
নিজস্ব চিত্র

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু করোনা চলছে, তাই অন্যান্য বছরের মতো এবছর সে ধরনের বড় আয়োজনে কোন পুজো হচ্ছে না। ছোট প্রতিমা এনে নিয়ম রক্ষা করে পুজো করা হবে বলে অনেক উদ্যোক্তা জানিয়েছেন।

আরও পড়ুনঃ মন্তেশ্বর বিডিও অফিসে পালিত হল “ইঞ্জিনিয়ার দিবস”

এদিকে যারা বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেন বিশেষ করে মৃৎশিল্পীরা তারা আকারে ছোট প্রতিমা বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছেন। মৃৎশিল্পী নির্মল পাল বলেন, “এবছর ছোট ছোট কিছু প্রতিমা তৈরি করেছি। কারণ লকডাউনে বড় প্রতিমার অর্ডার হয়নি। করোনা আবহে বসে থেকে লাভ কি! তাই ছোট ছোট প্রতিমা বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছি, দেখা যাক!

যদি পুজো উদ্যোক্তারা আমাদের প্রতিমা কেনেন তাহলে হয়তো বা খরচের পয়সা উঠে কিছু লাভ হলেও হতে পারে। তাই বাজারে নিয়ে যাচ্ছি প্রতিমা গুলোকে। শুধু করোনা নয়, প্রতিদিন বৃষ্টির কারণে প্রতিমাসে কত বিদ্যুৎ খরচ করতে হচ্ছে, এই কয়দিনে রোদের দেখা মেলেনি। সব মিলিয়ে এখন বিশ্বকর্মার কৃপায়, অপেক্ষায় আছি কিছু পয়সা রোজগার করবার জন্য।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here